মথি 4

হযরত ঈসা মসীহ্‌কে গুনাহে ফেলবার চেষ্টা

1এর পরে পাক-রূহ্‌ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে। 2সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখবার পর ঈসার খিদে পেল। 3তখন শয়তান এসে তাঁকে বলল, “তুমি যদি ইব্‌নুল্লাহ্‌হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল।”

4ঈসা জবাবে বললেন, “পাক-কিতাবে লেখা আছে,

মানুষ কেবল রুটিতেই বাঁচে না,
কিন্তু আল্লাহ্‌র মুখের প্রত্যেকটি কালামেই বাঁচে।”

5তখন ইবলিস ঈসাকে পবিত্র শহর জেরুজালেমে নিয়ে গেল এবং বায়তুল-মোকাদ্দসের চূড়ার উপর তাঁকে দাঁড় করিয়ে বলল, 6“তুমি যদি ইব্‌নুল্লাহ্‌হও তবে লাফ দিয়ে নীচে পড়, কারণ পাক-কিতাবে লেখা আছে,

আল্লাহ্‌তাঁর ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন;
তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন
যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।”

7ঈসা ইবলিসকে বললেন, “আবার এই কথাও লেখা আছে,

তোমার মাবুদ আল্লাহ্‌কে তুমি পরীক্ষা করতে যেয়ো না।”

8তখন ইবলিস আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল, 9“তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা কর তবে এই সবই আমি তোমাকে দেব।”

10তখন ঈসা তাকে বললেন, “দূর হও, শয়তান। পাক-কিতাবে লেখা আছে,

তুমি তোমার মাবুদ আল্লাহ্‌কেই ভয় করবে,
কেবল তাঁরই এবাদত করবে।”

11তখন ইবলিস তাঁকে ছেড়ে চলে গেল, আর ফেরেশতারা এসে তাঁর সেবা করতে লাগলেন।