আর মানুষের মধ্যে বেঈমান লোকদের সংখ্যা বাড়ায়।
(১৮)
29কে হায় হায় করে? কে বিলাপ করে?
কে ঝগড়া করে? কে বকবক করে?
কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়?
30যারা অনেকক্ষণ ধরে মদ খায় তাদেরই এই রকম হয়;
তারা মিশানো মদ খেয়ে দেখবার জন্য তার খোঁজে যায়।
31মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের,
যদিও তা পেয়ালায় চক্মক্করে,
যদিও তা সহজে গলায় নেমে যায়;
32শেষে তা সাপের মত কামড়ায়,
আর বিষাক্ত সাপের মত কামড় দেয়।
33তোমার চোখ তখন অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখবে
আর মন এলোমেলো কথা চিন্তা করবে।
34তুমি হবে মহাসমুদ্রে ঘুমিয়ে থাকা লোকের মত,
কিংবা মাস-ুলের উপরে শুয়ে থাকা লোকের মত।
35তুমি বলবে, “ওরা আমাকে আঘাত করেছে
কিন্তু আমি ব্যথা পাই নি,
আমাকে ওরা মেরেছে কিন্তু আমি টের পাই নি।
কখন আমি জেগে উঠে আবার মদের খোঁজে যাব?”
(১৯