মেসাল 3

সুবুদ্ধির আরও দান

1ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,

সমস্ত দিল দিয়ে তুমি আমার হুকুম পালন কর;
2কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে
আর তোমার অনেক উন্নতি হবে।
3বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়;
তোমার গলায় সেগুলো বেঁধে রাখ,
তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ।
4তা করলে আল্লাহ্‌ও মানুষের সামনে
তুমি দয়া ও সুনাম লাভ করবে।
5তোমার সমস্ত দিল দিয়ে মাবুদের উপর ভরসা কর;
তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।
6তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ;
তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন।
7তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না;
মাবুদকে ভয় কর, খারাপী থেকে দূরে যাও।
8তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে।
9তোমার ধন-সম্পদ দিয়ে
আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ কোরবানী করে
তুমি মাবুদকে সম্মান দেখাও;
10তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে
আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্‌চে পড়বে।
11ছেলে আমার, মাবুদের শাসন অগ্রাহ্য কোরো না,
তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;
12কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন,
ঠিক তেমনি মাবুদ যাকে মহব্বত করেন তাকেই বকুনি দেন।
13ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে,
14কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়,
সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়;
15প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী,
তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।
16তার ডান হাতে আছে অনেক আয়ু,
বাঁ হাতে আছে ধন আর সম্মান।
17তার পথে পাওয়া যায় আনন্দ,
আর তার সমস্ত পথেই আছে উন্নতি।
18যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন্তগাছের মত;
যারা তাকে আঁকড়ে ধরে তারা দোয়া পায়।
19মাবুদ সুবুদ্ধি দিয়ে দুনিয়ার ভিত্তি গেঁথেছেন,
বিচারবুদ্ধি দিয়ে আসমানকে তার জায়গায় রেখেছেন।
20তিনি জ্ঞান দিয়ে মাটির নীচের পানি বের করে এনেছেন,
আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে।
21ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচারবুদ্ধি রক্ষা কোরো,
তাতে মনোযোগ দিয়ো।
22তোমার জন্য তা হবে জীবন,
তোমার গলার জন্য তা হবে সুন্দর হারের মত।
23তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে,
তোমার পায়ে উচোট লাগবে না।
24শোবার সময় তুমি ভয় পাবে না,
আর তোমার ঘুম হবে সুখের।
25হঠাৎ বিপদ আসলে তুমি ভয় কোরো না,
দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেয়ো না;
26কারণ তুমি মাবুদের উপরে ভরসা করবে,
আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন।
27যারা উপকার পাবার উপযুক্ত
তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে
তখন তা করতে তুমি অস্বীকার কোরো না।
28সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না,
“যাও, পরে এসো, কালকে করব।”
29তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না,
সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে।
30যে লোক তোমার কোন ক্ষতি করে নি,
বিনা কারণে তাকে দোষী কোরো না।
31কোন জুলুমবাজ লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না,
কিংবা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;
32কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে মাবুদ ঘৃণা করেন,
কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন।
33দুষ্ট লোকের ঘরের উপর মাবুদের বদদোয়া থাকে,
কিন্তু আল্লাহ্‌ভক্তদের বাড়ীকে তিনি দোয়া করেন।
34যারা ঠাট্টা-বিদ্রূপ করে তাদেরও তিনি ঠাট্টা-বিদ্রূপ করেন,
কিন্তু নম্রদের রহমত দান করেন।
35জ্ঞানীরা সম্মান পাবে,
কিন্তু বিবেচনাহীনদের পাওনা হল লজ্জা।