জবুর 114

1ইসরাইল জাতি যখন মিসর থেকে বের হয়ে আসল,
ভিন্ন ভাষায় কথা বলা লোকদের মধ্য থেকে
ইয়াকুবের বংশ যখন বের হয়ে আসল,
2তখন এহুদা হল আল্লাহ্‌র পবিত্র স্থান,
ইসরাইল হল তাঁর রাজ্য।
3তা দেখে লোহিত সাগর পালিয়ে গেল,
জর্ডান নদী উজানে বইল,
4আর বড় বড় পাহাড় ভেড়ার মত,
ছোট ছোট পাহাড় ভেড়ার বাচ্চার মত লাফাতে লাগল।
5ওহে সাগর, কি হল তোমার?
কেন তুমি পালিয়ে গেলে?
ওহে জর্ডান, কেন তুমি উজানে বইলে?
6ওহে বড় বড় পাহাড়, কেন তোমরা ভেড়ার মত
লাফাতে লাগলে?
ওহে ছোট ছোট পাহাড়, কেন লাফাতে লাগলে
ভেড়ার বাচ্চার মত?
7হে দুনিয়া, ইয়াকুবের আল্লাহ্‌মালিকের সামনে কেঁপে ওঠো।
8তিনি পাথুরে পাহাড়কে করলেন পুকুর
আর শক্ত পাথরকে করলেন পানির ঝর্ণা।