জবুর 116

1আমি মাবুদকে মহব্বত করি,
কারণ তিনি আমার মিনতি শুনেছেন।
2তিনি আমার কথায় কান দিয়েছেন,
তাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন তাঁকে ডাকব।
3মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,
কবরের আজাব আমাকে পেয়ে বসেছিল;
আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম।
4তখন আমি মাবুদকে ডেকে বললাম,
“হে মাবুদ, আমি তোমার কাছে মিনতি করি,
তুমি আমার প্রাণ বাঁচাও।”
5মাবুদ দয়াময় ও ন্যায়বান;
আমাদের আল্লাহ্‌মমতায় পূর্ণ।
6মাবুদ সরলমনা লোকদের রক্ষা করেন;
আমি অসহায় হয়ে পড়েছিলাম
কিন্তু তিনিই আমাকে উদ্ধার করেছিলেন।
7হে আমার প্রাণ, আবার শান্ত হও,
কারণ মাবুদ তোমার অনেক উন্নতি করেছেন।
8হে মাবুদ, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ,
চোখের পানি থেকে আমার চোখ,
আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ।
9আমি জীবিতদের মধ্যে মাবুদের সামনে চলাফেরা করব।
10যখন আমি বলেছিলাম, “আমি খুব দুর্দশায় পড়েছি,”
তখনও আমার ঈমান ছিল।
11আমি ভয় পেয়ে বলেছিলাম, “সব মানুষই মিথ্যাবাদী।”
12মাবুদ আমার যে সব উন্নতি করেছেন
তার বদলে আমি তাঁকে কি দেব?
13তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন,
সেজন্য ঢালন-কোরবানীর পেয়ালা আমি তুলে ধরব
আর তাঁর গৌরব ঘোষণা করব।
14মাবুদের কাছে আমি যে সব মানত করেছি
তাঁর সব বান্দাদের সামনেই আমি তা পূর্ণ করব।
15মাবুদের কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী।
16হে মাবুদ, সত্যিই আমি তোমার গোলাম,
তোমারই গোলাম, তোমার বাঁদীর ছেলে;
তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ।
17আমি তোমার উদ্দেশে কৃতজ্ঞতা-কোরবানী দেব
আর তোমার গৌরব ঘোষণা করব।
18মাবুদের কাছে আমি যে সব মানত করেছি
তাঁর সব বান্দাদের সামনেই আমি তা পূর্ণ করব;
19হে জেরুজালেম, তোমারই মধ্যে,
মাবুদের ঘরের উঠানে আমি তা পূর্ণ করব।
আলহামদুলিল্লাহ্‌