জবুর 122

উপরে ওঠার কাওয়ালী। হযরত দাউদের কাওয়ালী।
1আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল,
“চল, আমরা মাবুদের ঘরে যাই।”
2হে জেরুজালেম, আমরা তোমার দরজার ভিতরে গিয়ে দাঁড়ালাম।
3সেই জেরুজালেমকে একটা সুন্দর শহর হিসাবে গড়ে তোলা হয়েছে,
যার মধ্যে কোন ধ্বংসস্থান নেই।
4সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী,
মাবুদের বান্দাদের সমস্ত গোষ্ঠী;
ইসরাইলকে দেওয়া হুকুম অনুসারে
তারা উঠে যায় মাবুদকে শুকরিয়া জানাবার জন্য।
5সেখানেই আছে বিচারের সব সিংহাসন,
দাউদের বংশের লোকদের বিচারের সিংহাসন।
6তোমরা জেরুজালেমের শান্তির জন্য এই মুনাজাত কর,
“যারা জেরুজালেমকে ভালবাসে তাদের উন্নতি হোক।
7তার চারপাশের দেয়ালের ভিতরে শান্তি থাকুক,
আর তার রাজবাড়ীর দালান্তকোঠার মধ্যে থাকুক নিরাপত্তা।”
8আমার ভাই-বন্ধুদের ভালোর জন্যই আমি বলব,
“জেরুজালেমের মধ্যে শান্তি থাকুক।”
9আমাদের মাবুদ আল্লাহ্‌র ঘর সেখানে আছে বলে
আমি জেরুজালেমের উন্নতি চেষ্টা করব।