জবুর 123

উপরে ওঠার কাওয়ালী।
1তুমি বেহেশতের সিংহাসনে আছ;
আমি তোমার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি।
2মালিকের হাতের দিকে যেমন গোলামদের চোখ থাকে
আর বাঁদীদের চোখ থাকে বেগম সাহেবার হাতের দিকে,
তেমনি আমাদের চোখ থাকবে আমাদের মাবুদ আল্লাহ্‌র দিকে,
যতদিন না তিনি আমাদের দয়া করেন।
3আমাদের উপর দয়া কর, হে মাবুদ, আমাদের উপর দয়া কর,
কারণ লোকদের ঘৃণা আমাদের মাথার তালু পর্যন্ত
গিয়ে উঠেছে।
4আরামে থাকা লোকদের বিদ্রূপ আর অহংকারীদের ঘৃণা
আমাদের তালু পর্যন্ত গিয়ে উঠেছে।