জবুর 125

উপরে ওঠার কাওয়ালী।
1যারা মাবুদের উপর ভরসা করে
তারা সিয়োন পাহাড়ের মত অটল ও চিরকাল স্থায়ী।
2জেরুজালেমের চারপাশ যেমন পাহাড়ে ঘেরা
তেমনি করে মাবুদ তাঁর বান্দাদের ঘিরে রাখেন,
এখন রাখছেন এবং চিরকাল রাখবেন।
3আল্লাহ্‌ভক্ত লোকেরা যাতে অন্যায় কাজে হাত না দেয়
সেজন্য আল্লাহ্‌র দেওয়া তাদের দেশের উপর
দুষ্টদের রাজত্ব করতে দেওয়া হবে না।
4হে মাবুদ, যারা ভাল এবং অন্তরে খাঁটি
তাদের তুমি সহিসালামতে রাখ;
5কিন্তু যারা নিজের তৈরী বাঁকা পথে উচোট খেতে খেতে চলে
মাবুদ অন্যায়কারীদের সংগে তাদের দূর করে দেবেন।
বনি-ইসরাইলদের উপর শান্তি আসুক