জবুর 126
উপরে ওঠার কাওয়ালী।
1মাবুদ যখন সিয়োনকে আবার আগের অবস্থায়
ফিরিয়ে আনলেন,
তখন মনে হল আমরা যেন স্বপ্ন দেখছি।
2তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা,
আর জিভ্ছিল আনন্দের গানে পূর্ণ।
অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল,
“মাবুদ ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।”
3মাবুদ আমাদের জন্য অনেক মহৎ কাজ করেছেন,
তাই আমরা আনন্দ করতে লাগলাম।
4হে মাবুদ, নেগেভ মরুভূমির জলস্রোতের মত করে
তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন।
5যারা চোখের পানির সংগে বীজ বোনে
তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে।
6যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায়
সে শস্যের বোঝা নিয়ে
আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে।