জবুর 127
উপরে ওঠার কাওয়ালী। বাদশাহ্সোলায়মানের কাওয়ালী।
1মাবুদ যদি ঘর তৈরী না করেন
তবে মিস্ত্রীরা মিথ্যাই পরিশ্রম করে;
যদি মাবুদ শহর রক্ষা না করেন
তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়।
2তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য
পরিশ্রম করতে ভোরে ওঠ আর দেরি করে ঘুমাতে যাও;
কিন্তু মাবুদ যাদের মহব্বত করেন তারা যখন ঘুমায়
তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন।
3ছেলেরা মাবুদের দেওয়া সম্পত্তি,
গর্ভের সন্তানেরা তাঁরই দেওয়া পুরস্কার।
4যৌবনের ছেলেরা যোদ্ধার হাতের তীরের মত।
5ধন্য সেই লোক, যার তীর রাখার খাপ এই রকম তীরে পূর্ণ;
শহরের সদর দরজার কাছে বিপক্ষদের সংগে কথা বলার সময়
তারা লজ্জা পাবে না।