জবুর 128
উপরে ওঠার কাওয়ালী।
1ধন্য তারা, যারা মাবুদকে ভয় করে
আর তাঁর পথে চলে।
2তোমার নিজের হাতের পরিশ্রমের ফল তুমি ভোগ করবে;
তুমি সুখী হবে আর তোমার উন্নতি হবে।
3তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রী
ফলে ভরা আংগুর গাছের মত হবে;
তোমার খাবার টেবিলের চারপাশে
তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।
4সত্যিই, মাবুদকে যে ভয় করে
সে এইভাবে দোয়া পাবে।
5সিয়োন থেকে মাবুদ তোমাকে দোয়া করুন;
তোমার সারা জীবন ধরে তুমি যেন জেরুজালেমের উন্নতি
দেখতে পাও।
6তুমি যেন তোমার নাতিপুতি দেখতে পাও।
বনি-ইসরাইলদের উপর শান্তি আসুক।