জাকারিয়া 5
উড়ন্ত কিতাব
1পরে আমি আবার তাকিয়ে দেখতে পেলাম খোলা অবস্থায় একটা গুটানো কিতাব উড়ছে। 2সেই ফেরেশতা আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?”
জবাবে আমি বললাম, “আমি বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া একটা উড়ন্ত কিতাব দেখতে পাচ্ছি।”
3তিনি আমাকে বললেন, “এটা হল সেই বদদোয়া যা সমস্ত দেশে প্রকাশিত হবে। তার একদিকে লেখা কথা অনুসারে সব চোরদের দূর করে দেওয়া হবে আর অন্য দিকের কথা অনুসারে মিথ্যা কসমকারীদেরও দূর করে দেওয়া হবে। 4আল্লাহ্রাব্বুল আলামীন বলছেন, ‘আমি সেই বদদোয়া পাঠাব আর তা চোরদের ঘরে ও আমার নামে মিথ্যা কসমকারীদের ঘরে গিয়ে ঢুকবে এবং তা তাদের বাড়ীতে থেকে কাঠ ও পাথর সুদ্ধ বাড়ী ধ্বংস করে ফেলবে।’ ”
পাত্রের মধ্যেকার স্ত্রীলোক
5পরে সেই ফেরেশতা এগিয়ে এসে আমাকে বললেন, “তুমি উপরে তাকিয়ে দেখ কি আসছে।”
6আমি জিজ্ঞাসা করলাম, “ওটা কি?”
জবাবে তিনি বললেন, “ওটা একটা মাপের পাত্র।” তিনি আরও বললেন, “ওটা গোটা দেশের অন্যায়কারীদের ছবি।”
7তারপর সেই পাত্রের সীসার ঢাকনি তোলা হলে পর দেখা গেল একজন স্ত্রীলোক তার মধ্যে বসে আছে। 8সেই ফেরেশতা বললেন, “এ হল দুষ্টতা।” এই বলে তিনি সেই স্ত্রীলোকটিকে সেই পাত্রের মধ্যে ঠেলে দিয়ে পাত্রের মুখে সীসার ঢাকনিটা চেপে দিলেন।
9তারপর আমি চোখ তুলে দু’জন স্ত্রীলোককে বাতাসের সংগে উড়ে আসতে দেখলাম। তাদের ডানা ছিল সারস পাখীর ডানার মত আর তারা সেই পাত্রটাকে আকাশে তুলে নিয়ে উড়ে চলে গেল। 10তখন আমি সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, “ওরা পাত্রটা কোথায় নিয়ে যাচ্ছে?”
11জবাবে তিনি বললেন, “তারা ওটা ব্যাবিলন দেশে নিয়ে যাচ্ছে। ওখানে সেই স্ত্রীলোকটার জন্য একটা ঘর তৈরী করা হবে। ঘর তৈরী হলে পর তাকে তার জায়গায় বসানো হবে।”